প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ইং ।। ২রা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার,মিজানুর রহমান ঝিলু : মুন্সীগঞ্জের লৌহজংয়ে করোনাভাইরাসের লক্ষণ সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে শাহালম শিকদার (৭৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি উপজেলার কলমা গ্রামে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, মৃত শাহালম নারায়ণগঞ্জে হোসিয়ারির ব্যবসা করতেন। গত ২০ মার্চ তিনি লৌহজংয়ের কলমায় গ্রামের বাড়িতে আসেন। ৩/৪ দিন আগে থেকে শাহালম করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার আমাদের খবর দেন। সেখানে গিয়ে পরীক্ষার জন্য আমরা শাহালমের দেহের নমুনা সংগ্রহ করি। সেইসাথে শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় ওইদিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শাহালমকে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে মারা যান শাহালম। শাহালমের নমুনার রিপোর্ট আগামীকাল পাওয়া যাবে।
অন্যদিকে কলমা ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামের ৪২ বছরের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উক্ত ব্যক্তি গত ১৩ এপ্রিল এজমা সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যান। চিকিৎসকরা তখন তার দেহের নমুনা সংগ্রহ করেন। আজ বুধবার আক্রান্তের আত্মীয়কে জানান তিনি করোনাভাইরাস পজিটিভ।