প্রকাশিত : বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল ), ২১ বরিউল আউয়াল ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় লৌহজং উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বৈষম্য দূরীকরণে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবিতে বক্তব্য রাখেন। এ সময় লৌহজং পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সিয়াম আহমেদের সঞ্চালনায় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু, নওপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, খিদিরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. তোহা খান, মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মোস্তফা কামাল, পয়সা কারামাতিয়া মাদ্রাসার শিক্ষক আমিমুল এহসান প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে উপজেলার মাধ্যমিক উচ্চবিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকেরা অংশগ্রহণ করেন এ সময় লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকসুদুর রহমান ও উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খান উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের কাছে শিক্ষা উপদেষ্টা বরাবর দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor