প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ইং।। ১৩ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ (শীত কাল)।। ১৫ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার গতকাল বৃহস্পতিবার ছিল সমাপনী দিন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গত বুধবার শুরু হওয়া কর্মশালায় ২৮ শে ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম।
জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, নিয়মের মধ্যে থেকে নির্ভয়ে আইনকানুন প্রয়োগ করবেন। এক সপ্তাহের মধ্যে নির্বাচন গ্রহণ করার নিয়মাবলী দেখে নেবেন। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যাবেন। যেকোনো প্রয়োজনে ফোন দিবেন।
পুলিশ সুপার আসলাম খান বলেন, এই দায়িত্ব সবাই নিতে চায় না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই এলাকা নিরাপদ জায়গা। আমরা নিশ্চয় ভয়কে জয় করতে পারবো। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ করার অনুরোধ করছি। ভোটকেন্দ্রে বেশিসংখ্যক ভোটার আনার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, কর্মশালায় ৬১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৯৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৯২ জন পোলিং কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor