প্রকাশিত : শুক্রবার,২৮ জুন ২০২৪ ইংরেজি, ১৪ আষাঢ়,১৪৩১বাংলা(বর্ষা কাল),২১ জিলহজ ১৪৪৫ হিজরি
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাপার হতে আটক দুটি রাসেলস ভাইপার সাপ আজ (২৭ জুন) বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সাপ দুটি উদ্ধারকর্মীদের বুঝিয়ে দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। তিনি জানান, সম্প্রতি সারা দেশে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লৌহজং উপজেলা পদ্মা নদী সংলগ্ন হওয়ায় এখানেও রাসেলস ভাইপারের উপদ্রব দেখা দিয়েছে। আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে ইতিমধ্যে উপজেলা প্রশাসন হতে জনগণকে অবহিত করা হয়েছে। অনেকেই রাসেলস ভাইপার সাপ ভেবে অজগরসহ অন্যান্য সাপ মেরে ফেলছে। এটি পরিবেশের জন্য ভবিষ্যতে হুমকির কারণ হতে পারে। স্থানীয় তরু ওঝা নামে এক ব্যক্তি দুটি রাসেলস ভাইপার সাপ আটক করে। বৃহস্পতিবার দুপুরে তার কাছে থাকা সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম খান বলেন, তারু ওঝার কাছে থাকা দুটি রাসেলস ভাইপার সাপ বুঝে নিয়েছি এবং তা ঢাকা থেকে আগত বন বিভাগের উদ্ধারকর্মীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।#
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com