প্রকাশিত : শনিবার ৮ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ০৭ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : লৌহজং থেকে মো. শওকত হোসেন।। মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস ও আনসার সদস্যরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কনকসার হলদিয়া ও মালিরঅংক বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে জাটকা বিক্রির দায়ে শ্যামল দাস নমক এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com