লৌহজংয়ে কার মাথায় উঠবে জয়ের মুকুট

0
5
লৌহজংয়ে কার মাথায় উঠবে জয়ের মুকুট

প্রকাশিত : সোমবার, ২০ মে ২০২৪ ইংরেজি, ৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা (গ্রীষ্ম কাল), ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরি ।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের লৌহজংয়ে কাল মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট। এদিন সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডে ৬১ টি কেন্দ্রে ১ লাখ ৬৬ হাজার ৭ শ ৯৮ টি ভোট রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৬৬ জন আর মহিলা ভোটার ৮০ হাজার ৭শ ৩২ জন। লৌহজংয়ে ৬১ কেন্দ্রের মধ্যে ৪৭টা ঝুঁকিপূর্ণ এবং ১৪ টি সাধারণ ঘোষণা করা হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মাঠে আইনশৃংখলা নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা কাজ করছেন। এবারের নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েবের মধ্যে হাড্ডাহ- াড্ডি লড়াই? হবে। দুই প্রার্থীর এমন তুমুল প্রচারণা সাম্প্রতিক সময়ে স্থানীয় বাসিন্দারা দেখেননি বলে অভিমত দেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় লৌহজং থানায় রশিদ শিকদারের সমর্থকদের বিরুদ্ধে তিনটি এবং বিএম শোয়েবের সমর্থকদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সরেজমিনে উপজেলার দশটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, কোনো কোনো ইউনিয়নে রশিদ শিকদারের ইউনিয়নে বিএম শোয়েবের কাপ-পিরিচ মার্কা আবার কোনো কোনো দোয়াত-কলম মার্কাকে এগিয়ে রাখছেন উপজেলার ভোটাররা। কে যে হাসবে • এরপর পৃষ্ঠা-৩ কলাম-১ শেষ হাসি সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামীকাল রাত পর্যন্ত। ভোটাররা চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন। যেমন- বিএম শোয়েব উচ্চ শিক্ষিত, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা। অপর দিকে, আবদুর রশিদ শিকদার দীর্ঘদিন ধরে লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত। এছাড়া তিনি একজন ক্রীড়ানুরাগী এবং ঊষা ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক। স্থানীয়দের ধারণা, এ নির্বাচনে শতকরা ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়বে। ভোট না পড়ার কারণ, অত্র এলাকার অনেক পরিবার ঢাকায় বসবাস করেন। এছাড়া তাদের সন্তানদের পরীক্ষা চলছে, বিএনপির অনেক ভোটার কেন্দ্রে ভোট দিতে যাবেন না, তাছাড়া কৃষকের ধান কাটার সময় শুরু হয়েছে। সর্বোপরি ভোটকেন্দ্রের পরিবেশের উপর নির্ভর করবে মহিলা ভোটারের উপস্থিতি।

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন