প্রকাশিত: বৃহস্পতিবার ১০ এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ।। ২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১১ শাওয়াল ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া বুধবার থেকে কার্যকর হয়েছে। লৌহজং উপজেলার বালিগাঁও থেকে শিমুলিয়া ভাঙ্গা টু ঢাকা রুটের বাস সার্ভিসে এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় লৌহজং বাস মালিক সমিতির ও ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনায় শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নেছার উদ্দিন বলেন, সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন ব্যথিত শিক্ষার্থীরা বাসে বালিগাঁও থেকে ৬০ টাকা ও শিমুলিয়া জনতার মোড় থেকে ৪০ টাকা হাফ ভাড়ার সুবিধা পাবেন। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত এই সুবিধা পাওয়া যাবে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়া হায়দার, লৌহজং থানার ওসি মো. হারুন অর রশীদ, পদ্মা উত্তর থানার ওসি জাকির হোসেন, গাংচিল পরিবহনের মো. আলী, দিনের আলো পরিবহনের এমডি মো. কাউছার, ইলিশ পরিবহনের মো. আসলাম, এভারগ্রীন পরিবহনের আল ইসলাম, ছাত্র প্রতিনিধি মারুফ শিকদার, হৃদয় ঢালী, উম্মে হানি, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু প্রমুখ৷##
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com