প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ইং।। ২২শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।
বিক্রমপুর খবর : তাজুল ইসলাম রাকিব , লৌহজং : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃতের নাম জাহানারা বেগম (৬৫)। তিনি উপজেলার খিদিরপাড়া গ্রামের মোঃ আলী হাওলাদারের স্ত্রী। গত শনিবার সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করালে তাঁর করোনা পজিটিভ আসে।
গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪ দিনে ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৮ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার প্রায় ৭০ শতাংশ।
আর শনাক্ত ৩৫ জনের ৫ জনই লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসক, একজন অফিস সহকারী, একজন যক্ষ্মা নিয়ন্ত্রণ সহকারী ও একজন বাবুর্চি রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খাঁন জানান, লৌহজং উপজেলায় এ পর্যন্ত ৫৫৮ জনের করোনা শনাক্ত এবং ১০ জনের মৃত্যু হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com