প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২ইং।। ২০শে পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাত : মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ৩ জানুয়ারী ২০২২ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালনা করে প্রিমিসেস লাইসেন্স না থাকায় দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ।
অভিযান (মনিটরিং) কালে দেখা যায়,ঘরোয়া হোটেল ও নিউ তকদির হোটেল নামে প্রতিষ্ঠান ২টিতে একই ফ্রিজে রান্না করা খাবার ও কাচা মাছ,মাংস একত্রে সংরক্ষণ,খাবারে মৃত মাছি, রান্নাঘর অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রিমিসেস লাইসেন্স না থাকার কারনে হোটেল দু’টিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন ।এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।#
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’