প্রকাশিত : বুধবার ১৯মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ৫ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১৮ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাদক স্পট হিসেবে পরিচিত গোয়ালিমান্দ্রা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোয়ালিমান্দ্রা বাজারে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেট কার ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গাড়ির ব্যাকডালা খুলে পাঁচটি প্যাকেটে রাখা মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, মাদকবিরোধী অভিযান আরও কঠোরভাবে চালানোর ঘোষণা দিয়েছে বিশেষ টিম।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিবি পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor