প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।। ৬ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস। আমরা অনেকেই জানি না এই মহীয়সী নারীর কবরটি কোথায়। জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার উপকণ্ঠে সোদপুর পানিহাটিতে অন্তিম শয়ানে ঘুমিয়ে আছেন বেগম রোকেয়া।
অনেক দিন পর্যন্ত বেগম রোকেয়ার কবরের খোঁজই তেমন কেউ জানত না। পরে ঐতিহাসিক অমলেন্দু কলকাতার উপকণ্ঠে সোদপুর পানিহাটিতে এই মহীয়সী নারীর কবরটি খুঁজে বের করেন।
জানা যায়, তৎকালীন কলকাতার ধর্মীয় সমাজের বাধায় লোকচক্ষুর আড়ালে কোনো এক আবদুর রহমানের দেয়া জমিতে পানিহাটিতে গঙ্গার ধারে সমাহিত করা হয় রোকেয়াকে।
তবে আবদুর রহমান কে ছিলেন, তা নিশ্চিত করে জানা যায় না। কেউ বলেন বেগম রোকেয়ার ছোট বোনের বর। কিন্তু তার বোন, হোমায়রা খাতুনের স্বামী তোফাজ্জ্বল হোসেন চৌধুরীর বাড়ি বাংলাদেশে। (তাদের ছেলে আমীর হোসেন চৌধুরী নজরুল গবেষক ছিলেন। তিনি রোকেয়ার কাছে মানুষ। হিন্দু মুসলিম দাঙ্গা প্রতিরোধকালে শহীদ হন)৷
অন্যদিকে, আবদুর রহমান বলে একজন ব্যক্তি রোকেয়া নামে জীবনীগ্রন্থ লিখেছেন। তার সাথে রোকেয়ার পরিবারের ঘনিষ্ঠতা ছিল বলে জানা যায়। অনেকে মনে করেন তিনিও রোকেয়াকে সমাহিত করার জমি দিয়েছিলেন। আবার কেউ কেউ মনে করেন, রোকেয়ার কোনো কাজিনের স্বামী ছিলেন উক্ত আবদুর রহমান।
ফেইসবুকের ওই পোস্ট থেকে জানা যায়, মৃত্যুর কিছুদিন আগে বেগম রোকেয়া তার কোন ছাত্রীকে বলেছিলেন ‘কবরে শুইয়া শুইয়াও যেন আমি মেয়েদের কলকোলাহল শুনতে পাই’। সেই ইচ্ছা পূর্ণ হয় রোকেয়ার প্রয়াণের প্রায় এক দশক পরে। ঠিক রোকেয়ার কবরের পাশে, ওই স্থানেই গড়ে উঠেছে ‘পানিহাটি বালিকা বিদ্যালয়’ নামে মেয়েদের একটি স্কুল।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com