রেডিও বিক্রমপুরের আমাদের কথা অনুষ্ঠানে আজকের বিষয় ছিলঃ ‘বিক্রমপুর স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় চাই’

0
59
রেডিও বিক্রমপুরের আমাদের কথা অনুষ্ঠানে আজকের বিষয় ছিলঃ 'বিক্রমপুর স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় চাই'

প্রকাশিত:রবিবার,৪ জুলাই ২০২১ইং।। ২০শে আষাঢ়  ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনাকালে সমকালীন ভাবনাঃ আমাদের কথা ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন, রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম এর একটি অনুষ্ঠান “আমাদের কথা” ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। “করোনাকালে সমকালীন ভাবনাঃ আমাদের কথা” অনুষ্ঠানটি মুন্সিগঞ্জের জনগণ লুফে নিয়েছে। আমাদের কথা অনুষ্ঠানটি অনলাইন প্লাটফর্ম ফেসবুকে প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮ ঘটিকায়। রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম এর ফেসবুক পেজ হতে। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাসফিক সিহাব।

অনুষ্ঠানের এবারের বিষয় ছিলঃ বিক্রমপুর স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় চাই। অতিথি হিসাবে ছিলেন শবনম জাহান, মাননীয় সংসদ সদস্য-৩০৩, মহিলা আসন- ০৩, এডভোকেট সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক।সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল, আহবায়ক, বিক্রমপুর স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি,উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন মৃধা, সদস্য-সচিব, বিক্রমপুর স্যার জে.সি বোস বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি, রেডিও বিক্রমপুরের স্টেশন ম্যানেজার আওলাদ হোসেন খান শিবলী। অনুষ্ঠানে কমেন্টের মাধ্যমে দর্শক তাদের প্রশ্ন করেন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন