রিমানে কম দেওয়ায় ফিলিং স্টেশনের ৫০ হাজার টাকা জরিমানা

0
0
রিমানে কম দেওয়ায় ফিলিং স্টেশনের ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : বুধবার ১৬ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১২ রবিউস সানি ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার সাকুরা ফিলিং স্টেশনকে ওজন ও পরিমানে কম অকটেন সরবরাহ করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা সহ সতর্ক করা হয়।

বুধবার লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শকের উপস্থিতিতে লৌহজং থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

লৌহজং উপজেলার সাকুরা ফিলিং স্টেশন প্রতি ১০০ লিটারে ৩ লিটার অক্টেন পরিমাণে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে মিটার ঠিক করে তাদের কার্যক্রম চালানোর জন্য নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন