রাজা রাজবল্লভ নির্মিত সপ্তদশ রত্ন মন্দির

0
2
রাজা রাজবল্লভ নির্মিত সপ্তদশ রত্ন মন্দির

প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ২৪ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : পরাক্রমশালী পদ্মা নদীর একটি শাখা এককালে বিক্রমপুর এলাকাকে বিভক্ত করতো। এটি ছিল বাংলার একটি প্রাচীন রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র যা এখন মুন্সিগঞ্জ নামে পরিচিত। এই নদীকে ইতিহাসে কীর্তিনাশা নামে ডাকা হয় যা মানব সৃষ্ট স্থাপনা গুলোকে ধ্বং*স করেছিল। এর মধ্যে বারো ভুইয়া খ্যাত মহারাজা কেদারনাথের স্থাপনা গুলি অন্যতম। এছাড়াও বহু মন্দির এর কারণে ধ্বংসের শিকার হয়।‌ এরপর তার বংশধরেরা কাছের গ্রাম পালং-এ স্থানান্তরিত হয়। যা এখন হাজী শরীয়তুল্লাহর নামে, শরীয়তপুর নামে পরিচিত। এখানে রাজা রাজবল্লভও বসতি স্থাপন করেন যা ১৮৬৭ সাল পর্যন্ত দৃশ্যমান ছিল, এটাও কীর্তিনাশা নদীর হাতে ধ্বং*স হয়।

রাজা রাজবল্লভ নির্মিত সপ্তদশ রত্ন মন্দির
১৮৫০ ইং তোলা চিত্রে রাজা রাজবল্লভ নির্মিত সপ্তদশ রত্ন মন্দির, যা প্রথমবারের মতো বাংলাদেশে প্রকাশিত হলো ফিলিপ থ্রন্টনের সৌজন্যে।
তথ্য সূত্রঃ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমূহ

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

 ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

 

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন