রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের টাইম ফ্রেম: উপদেষ্টা আদিলুর রহমান

0
0
রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের টাইম ফ্রেম: উপদেষ্টা আদিলুর রহমান

প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(শীতকাল)।। ৬ রজব, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি টাইম-ফ্রেম ঘোষণা করেছেন। সে মোতাবেক জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটি তাদের রিপোর্ট জমা দিবে। এই রিপোর্ট পাওয়ার পর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ নিয়ে আগামী নির্বাচনের টাইম-ফ্রেম ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।

সোমবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা দায়রা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের প্রাঙ্গণে ‘জুলাই স্মৃতি সংযোগ করিডোরর’ ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন।
এর আগে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জুলাই ও আগস্ট মাসের আন্দোলনে মুন্সীগঞ্জ থেকে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংযোগ করিডোরটি জেলা ও দায়রা জজ আদালত ভবন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে চলাচলের জন্য করা হবে।
সংযোগ করিডোরটি শহীদ রিয়াজুল ফরাজী, ডিপজল সরদার, মো. সজল ও মানিক মিঞা শারিফের নাম লিখা হয়েছে। সংযোগ করিডোর উদ্বোধনের পর উপদেষ্টা আদালতে বৃক্ষ রোপণ করেন। এর আগে তিনি সাংবাদিকদের শহিদ পরিবার নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধাসহ আদালতের অন্যান্য বিচারক, আইনজীবীরাসহ অন্যান্য কর্মকর্তারা। পরে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা।
ছবি: আদালত ভবনের প্রাঙ্গণে ‘জুলাই স্মৃতি সংযোগ করিডোরর’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর- আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন- বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন