রংপুরে বিষাক্ত স্পিরিট পানে আরো ৩জনের মৃত্যু, মোট মৃতু ৯

0
8
রংপুরে বিষাক্ত স্পিরিট পানে আরো ৩জনের মৃত্যু, মোট মৃতু ৯

প্রকাশিত : বুধবার,২৭ মে ২০২০ ইং ।। ১৩ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : রংপুরে বিষাক্ত স্পিরিট পানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।এ নিয়ে জেরায় বিষাক্ত স্পিরিটপানে মৃতুর সংথ্যা হলো ৯জন। গত ২৬ ও ২৭ মে নিহতরা হলেন, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নুর ইসলাম (৩০), রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সরোয়ার হোসেন (৩১) ও মোস্তফা কামাল (৩০)।এরা । তিনজনেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।অপরদিকে এর আগে সোমবার (২৫ মে) মদপান করে ঈদ উদযাপন করতে গিয়ে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট বাজারে ৬জনের মৃত্যু ঘটে।অসুস্থ হয়ে পড়েন ৭জন। মৃতরা হলেন- ওই ইউনিয়নের খোলাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), রায়তি সাদুল্যাপুর গ্রামের দুলা মিয়া (৫০), বড় পাহাড়পুর গ্রামের জায়দুল হক (৩৫), হরিরাম সাহাপুর গ্রামের লুলু মিয়া (৩০), বড় পাহাড়পুর গ্রামের সেলিম মিয়া (৫০) এবং মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমার (৩০)।এ ঘটনায় আরও সাতজন গুরুতর অসুস্থ হয়ে বাড়িতে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায় , ঈদ উপরক্ষে আনন্দ করতে গিয়ে বিষাক্ত স্পিরিট পানে তাঁেদের মুতু হয়। স্থানীয় সুত্র জানায় ঈধ উপলক্ষে রংপুরের বিভিন্ন স্থানে মদের বিশেষ আসর বসে।জমজমাট হয়ে উঠে মদের ব্যবসা। এদের মদ্যে নেশাজাতীয় নিষিদ্ধ স্পিরিট পান করতে এই ৯জন হতভাগ্যের মুত্যূ হয়।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন