যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেলো

0
68
করোনা-ঝড়ে তছনছ মার্কিন যুক্তরাষ্ট্র,২৪ ঘণ্টায় ৮৮৪ মৃত্যু,মহামারী নিউ ইয়র্কে

প্রকাশিত : বুধবার,১ এপ্রিল ২০২০ ইং ।। ১৮চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে যেদিন করোনায় মৃত্যু সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেলো ঠিক সেদিনই নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক ও ইউএস ওপেন টেনিস টুর্ণামেন্ট ভবনে প্রস্তুত করা হলো জরুরি হাসপাতাল।
ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা গেছে প্রায় এক হাজার লোক। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘দেশের জন্যে খুবই বেদনাদায়ক আরো দু’সপ্তাহ অপেক্ষা করছে।’
যদিও ইতোমধ্যে আমেরিকার বাণিজ্যিক রাজধানী এই নিউইয়র্কে করোনা রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। তাই ম্যানহাটনের আইকনিক পার্কে ৬৪ শয্যা ও ১০টি ভেন্টিলেটার সহযোগে কয়েক ডজন তাঁবু স্থাপন করা হয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির হিসেব মতে, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৮,১৭২ জনে এবং মারা গেছে ৩,৮৭৩ জন। মৃতের এ সংখ্যা চীনের চেয়েও বেশি।
এদিকে মেয়র বিল ডি ব্লাসিও মঙ্গলবার এনবিসিকে হাসপাতালে স্থান সংকুলান নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, এই পরিস্থিতি আমরা কল্পনাও করতে পারিনি।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন