মেঘনায় ভেসে উঠল ২ লাশ

0
31

প্রকাশিত:রবিবার,২০জানুয়ারি ২০১৯।

বিক্রমপুর খবর::অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার লঞ্চঘাট থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে মেঘনা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বেলা ১২টার দিকে চাঁদপুর জেলার মতলব থানার মেঘনা নদী থেকে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, মেঘনা নদী থেকে লাশ দুটি পাওয়া গেছে। একটি মুন্সীগঞ্জের গজারিয়া অংশে, অন্যটি চাঁদপুরে ষাটানল থেকে। এরা মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের লাশ কিনা তা শনাক্তের কাজ চলছে। শনিবার (১৯ জানুয়ারি) ট্রলার উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণার পর শ্রমিকদের স্বজনরা নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। তাদেরকে আবার ডাকা হয়েছে। নিখোঁজ শ্রমিকদের স্বজনদের লাশ দেখানো হবে। তবে নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না এটা ডুবে যাওয়া ট্রলারের শ্রমিকের লাশ কিনা।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন