প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ ইং।। ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি।।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র কাছে সংশ্লিষ্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
এদিন দুপুর সোয়া ১ টার দিকে প্রথম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিছুক্ষণ পরই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ, বিকল্পধারার যুগ্ন-মহাসচিব ও আসনটির বর্তমান সাংসদ মাহি বি চৌধুরী, তৃনমূল বিএনপির চেয়ারপার্সন অন্তরা হুদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ন-মহাসচিব আতাউল্লাহ্ হাফেজী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলাম নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
বিকাল ৫টার দিকে প্রার্থীদের মনোনয়ন জমার বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. ফখর উদ্দিন সিকদার। অপরদিকে ন্যাশনাল পিপলস্ পার্টির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মহিলা পার্টির সহ-সভাপতি দোয়েল আক্তার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি তিনি (প্রার্থী) নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এনিয়ে মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দু’জন নারীসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com