প্রকাশিত:সোমবার,২১জানুয়ারি ২০১৯।
বিক্রমপুর খবর: নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার কেওয়ার ইউনিয়নে শহর আলীর মাজার সংলগ্ন আলুর ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সোমবার সকালে এলাকাবাসী মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। ঘটনা স্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
তবে কার মরদেহ এটি তা এখনো সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য মর দেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আলমগীর হোসেন।