মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
22

প্রকাশিত:মঙ্গলবার,১৯ ফেব্রুয়ারি ২০১৯। 

বিক্রমপুর খবর: মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুর রহমান খন্দকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয় সুত্র জানায়,জেলা শহরে প্রবেশের প্রধান সড়কের পাশে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ইদ্রাকপুর এলাকায় জেলা প্রশাসকের ৩১ শতাংশ জমি দীর্ঘ ৪০ বছর ধরে দখলে রেখেছিলো অবৈধ দখলকারীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুর রহমান খন্দকার জানান,দীর্ঘ দিন ধরেই সরকারি জায়গার ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে বসবাস ও ব্যবসা করে আসছিলেন ২৬ জন ব্যক্তি।২০১৯ সালের ২০ জানুয়ারি জেলা প্রশাসন অবৈধ স্থাপনা থেকে সরে যেতে তাদের নোটিশ দেয়। তারপরও তারা অবৈধ স্থাপনায় বসবাসসহ ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছিল।ফলে আজ সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফারুক আহাম্মেদ জানান, ১নং খতিয়ানের ৩১ শতাংশ জমিতে প্রায় ২৫ অবৈধ স্থাপনা গড়ে উঠেছিলো।সেখানে বসবাসকারীরা মাদকসহ নানা ধরনের অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলো।তাদেরকে বিভিন্ন সময়ে জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিলেও তারা সাড়া না দেয়ায় আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

উচ্ছেদ করা দোকানের মালিক আতোয়ার রহমান জানান, সরকার থেকে লিজ নিয়েই এই জায়গায় বসতঘর ও দোকানপাট নির্মাণ করেছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই সেখানে তারা বসবাস ও ব্যবসা করে আসছিলেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন