প্রকাশিত : বৃহস্পতিবার,২ জুলাই ২০২০ইং ।। ১৮ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে গতকাল বুধবার নতুন করে ২৮ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন। জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৩ জনে। নতুন করোনা জয়ী ২৮ জনই লৌহজং উপজেলার বাসিন্দা। এছাড়াও জেলায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি টঙ্গীবাড়ি উপজেলার শাকিল (৪৫)। তিনি গত ২৫ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। জেলায় মোট মারা গেছেন ৫১ জন। সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, গতকাল বুধবার মুন্সীগঞ্জ জেলায় নতুন করে আক্রান্তের কোনও রিপোর্ট আসেনি। লৌহজং উপজেলায় ২৮ জন সুস্থ হয়েছেন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গতকাল বুধবার ১৭০টি রিপোর্ট পাঠানো হয়েছে। তবে জেলায় মোট করোনা শনাক্ত ২১০৬ জন।
নিউজটি শেয়ার করুন .. ..