প্রকাশিত :সোমবার,৩০ মার্চ ২০২০ ইং ।। ১৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গত ২৪ ঘন্টার মধ্যে মুন্সীগঞ্জ জেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নিয়োজিত ম্যাজিস্ট্রেটবৃন্দ কর্তৃক মানুষকে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হওয়ার পাশাপাশি উপজেলাভিত্তিক যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে তার একটি সংক্ষিপ্ত রূপ ও কিছু স্থিরচিত্র সংযোজন করা হলো।
সকাল থেকে রাত পর্যন্ত এসব অভিযান পরিচালিত হচ্ছে।
মুন্সীগঞ্জ সদরঃ
• মুক্তারপুর- সিপাহীপাড়া-মিরকাদিম- হাতিমারা পর্যন্ত করোনা বিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। উপস্থিত ছিলে্ন ইউএনও (সদর), এসিল্যান্ড (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ওসি (সদর)
টঙ্গিবাড়িঃ
• ৯ টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, ইউএনও মহোদয় নিজে ০৪ টিতে উপস্থিত ছিলেন।
• কোল্ড স্টোরেজসমুহ নিয়মিত তদারকি করা হচ্ছে।
• ১৫০০ টি মাস্ক বিতরণ করা হয়েছে।
• ১০০০০ লিফলেট বিতরণ।
• হাসপাতালের জন্য ৫৫ টি পিপিই অর্ডার করা হয়েছে, এখনো হাতে আসে নি।
• আগামীকাল ১০০০ সার্জিকাল গ্লাভস হাসপাতালসহ অন্যান্যদের বিতরণ করা হবে
• জনসচেতনাতামূলক প্রচার-প্রচারণা চলমান
শ্রীনগরঃ
• বিভিন্ন বাজারে মনিটরিং/টহল চলমান
• ২ টি ইউনিয়নে ৫০ টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে
• লোক সমাগম হ্রাসের নিমিত্ত টহল/ সচেতনতা কার্যক্রম চলমান আছে
সিরাজদিখানঃ
• বিভিন্ন বাজারে মনিটরিং/টহল চলমান
• সকালে ২ টি ইউনিয়নে (মধ্যপাড়া ও জৈনসার) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, বিকালে ২ টি ইউনিয়নে (শেখরনগর ও মালখানগর) খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
লৌহজংঃ
• ২০০টি পরিবার কে খাদ্য সহায়তা প্রদান,
• ০৩টি বাজারে জীবানুনাশক স্প্রে করা হয়েছে
• বিভিন্ন বাজারে মনিটরিং/টহল চলমান
• উপজেলা প্রশাসন লৌহজং ফেসবুক আইডিতে নিয়মিত কার্যক্রম পোষ্ট করা হচ্ছে।
গজারিয়াঃ
• ২০০টি পরিবার কে খাদ্য সহায়তা প্রদান,
• ০৩টি বাজারে জীবানুনাশক স্প্রে করা হয়েছে
• বিভিন্ন বাজারে মনিটরিং/টহল চলমান
• উপজেলা প্রশাসন লৌহজং ফেসবুক আইডিতে নিয়মিত কার্যক্রম পোষ্ট করা হচ্ছে।
জনগণের সুরক্ষা প্রদান ও জীবনযাত্রাকে সহজ রাখাই আমাদের দায়িত্ব।
তথ্যঃ জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ফেইজবুক থেকে কপি।