প্রকাশিত : সোমবার, ১৩জুলাই ২০২০ইং ।। ২৯শে আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে রবিবার নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৪০৩ জনের করোনা শনাক্ত হলো। রবিবার নতুন ৭৩ জন সুস্থ হয়েছে। জেলায় করোনা জয়ীর সংখ্যা ১০৯২। এছাড়াও গত ২৪ ঘন্টায় গজারিয়া উপজেলায় নতুন ১জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মারা গেছেন ৫৬ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সভ্যতার আলোকে জানিয়েছেন রবিবার নতুন শনাক্ত ৫ জনের মধ্যে সদর উপজেলায় ২জন, লৌহজং উপজেলায় ২জন, শ্রীনগর উপজেলায় ১জন করোনা শনাক্ত হয়েছে।
গত ১০ও ১১ই জুলাই তারিখের ৪২ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ১১৫৫২ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ১১২৭৯ টি।
নিউজটি শেয়ার করুন .. ..