প্রকাশিত : শুক্রবার,১৬ অক্টোবর ২০২০ইং ।। ৩১শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৯শে সফর,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নিবার্চিত হয়েছেন লৌহজংয়ের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় জেলা পুলিশ লাইন্সে এক মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমানের সঞ্চালনায় মুন্সীগঞ্জের ছয় থানার অফিসার ইনচার্জের মধ্যে শ্রেষ্ঠ ওসি নিবার্চন করা হয়। এ সময় চলতি বছরের সেপ্টেম্বরে খুন, দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরি¯ি’তি নিয়ন্ত্রণ বিবেচনায় লৌহজং থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসাইনকে নিবার্চিত করা হয়। পরে তার হাতে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সভায় উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান, অতিরিক্তি পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুর রহমান, সকল থানার কর্মকর্তা ইনচার্জসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, এ সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। জেলা পুলিশ সুপারকে ধন্যবাদণ্ড আমাকে পুরস্কৃত করার জন্য। আমি যেন ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com