মুন্সীগঞ্জে ৯বছরের এক শিশু সহ নতুন করে ৮ জন করোনায় শনাক্ত!

0
15
শ্রীনগরে করোনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ইং ।। ৮  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৬ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে নতুন করে আরও ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পল্লী বিদ্যুত সমিতির মৃত লাইনম্যান রয়েছেন। এই নয়ে জেলায় শনাক্ত সংখ্যা ৫১ এবং মৃত ৬। এর মধ্য দিয়ে শনাক্ত সংখ্যা অর্ধশত ছাড়ালো।

রবিবার পাঠানো ৭০ জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট এর মধ্যে ৩৩টি আসে মঙ্গলবার দুপুরে । সোমবার বিকালে আসে ২৯ জনের । এই নিয়ে ৭০ জনের মধ্যে রিপোর্ট এসেছে ৬২টি।  রবিবারের ৭০ জনের মধ্যে বাকি থাকলো আরও ৮টি ।  রবিবার সংগ্র করা সোয়াবের মধ্যে  সদরের ৭ এবং গজারিয়ার ১টির রিপোর্ট এখনও  আসেনি। ।

আজ মঙ্গলবার আসা রিপোর্ট অনুযায়ী সদরে তিন জনের মধ্যে আক্রান্ত হয়েছে মুন্সীগঞ্জ সদরে জোরার দেউল গ্রামের একই পরিবারের পুরুষ (৩৫), মহিলা (৫৫) এবং সিপাহিপাড়া পল্লী বিদ্যুত সমিতির মৃত লাইনম্যান  (৫০) ।  সিরাজদিখানের চার জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক (৪৫) , ইছাপুরা গ্রামের মহিলা (৩৫), আকবরনগর গ্রামের মহিলা (৫০) এবং কুচরামোড়া গ্রামের পুরুষ (৬০)।

এছাড়া শ্রীনগর উপজেলার গোল্ডেন সিটির এক কন্যা শিশু (৯)।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা, আবুল কালাম আজাদ জানান, রবিবার পাঠানো ৭০ জনের সোয়াব পরীক্ষার  আসা ৬২ জনের মধ্যে ৮ জন পজেটিভ হলেও বাকীরা ৫৪ জনের করোনা নেই। তিনি জানান এখনও রিপোর্ট পেন্ডিং রয়েছে রবিবারের ৮, সোমবারের ৫০ ও মঙ্গলবারের ৩৩। অর্থ্যাৎ ৯১ জনের  রিপোর্ট পেন্ডিং রয়েছে। সোমবার পাঠানো ৫০ জনের রিপোর্টও আজ  মঙ্গলবার আসার কথা ছিল।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা, আবুল কালাম আজাদ জানান,  এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ৫১ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন মৃত। মোট শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১২ জন, গজারিয়ায় ৮ জন, টঙ্গীবাড়িতে ১০ জন, সিরাজদিখানে ১১ জন, শ্রীনগরে ৫ জন এবং লৌহজং উপজেলায় ৫ জন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন