মুন্সীগঞ্জে ৮৫০০ পিস ইয়াবাসহ ৫ রোহিঙ্গা নাগরিক গ্রেফতার

0
0
মুন্সীগঞ্জে ৮৫০০ পিস ইয়াবাসহ ৫ রোহিঙ্গা নাগরিক গ্রেফতার

প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ ইংরেজি, ২ মাঘ ১৪৩০ বাংলা (শীতকাল), ৩ রজব ১৪৪৫ হিজরি ।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে তিন নারী ও দুই যুবকসহ পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে তারা গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন- সালামত উল্লাহ (১৮), মো. আইয়াজ (৩২), জেসমিন নুর (২৬), আয়শা (২০) ও রোজিনা (১৮)। এরা সবাই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প ২৪ এর বাসিন্দা।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মো. রফিক জানান, গ্রেপ্তার রোহিঙ্গাদের সঙ্গে থাকা লাল এবং নীল রঙের শপিং ব্যাগের ভেতরে ৮০ পোটলা এবং তাদের দুইটি হাত ব্যাগের ভেতর থেকে ৫৪টি কালো রঙের ও ২৭টি কমলা রঙের পোটলা থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৫ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, ইয়াবা পাচাঁর করার জন্য তারা মুন্সীগঞ্জে এসেছিলেন।

জেলা গোয়েন্দা জানান, বিকেলে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন