প্রকাশিত: বৃহস্পতিবার,১২ নভেম্বর ২০২০ইং ।। ২৭শে কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২৫শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : কাজী দীপু, মুন্সীগঞ্জ : “কৃষক বাঁচাও , দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ আলু বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর সুরভী এগ্রো পেপার মিল মাঠে তিন শতাধিক কৃষকের মাঝে ২০ কেজি করে বীজ আলু বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভােকেট মৃণাল কান্তি দাস। আলু বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ পিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা কৃষক লীগের সভাপতি মোহসীন মাখন।
এসময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি মোঃ আল মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, লৌহজং উপজেলা কৃষকলীগের সভাপতি মো. জুলহাস বেপারী, সিরাজদিখান উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মামুন, শ্রীনগর কৃষকলীগের সভাপতি হাজী মো. আব্দুর রউফসহ উপজেলা, পৌরসভার ও ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor