প্রকাশিত:সোমবার,৭ অক্টোবর ২০১৯ ইং ।। ২২শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের মুন্সীর হাট এলাকা হতে রবিবার রাত পনে ১২ টায় রকমান বেপারী(৩৪) নামে এক মাদক বিক্রেতাকে ২ কেজি গাঁজা সহ আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির টিম।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হাফিজুর রহমান আলোকিত মুন্সীগঞ্জকে জানান, অভিযান চালিয়ে রকমানকে ২ কেজি গাজাঁ সহ আটক করা হয়। সে অনেকদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক মামলা করার প্রস্তুুতি নেয়া হয়েছে। রকমান দক্ষিন চর মশুরা এলাকার সাধু বেপারী ওরফে আব্দুল হক বেপারীর পুত্র।
অভিযানে নেতৃত্ব দেন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হাফিজুররহমান, এস,আই ফরহাদ,এ,এস,আই বাদল প্রমুখ।