মুন্সীগঞ্জে ২০ জনের করোনা, জেলায় ১৬৬১; সদর এবং লৌহজং এর চিত্র উদ্বেগজনক!

0
38
মুন্সীগঞ্জে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত, সনাক্ত মোট ২৭৪৯ জন

প্রকাশিত : বুধবার, ১৭ জুন ২০২০ ইং । ৩রা আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ বুধবার আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৬১ জনের করোনা শনাক্ত হলো। বুধবার নতুন আরও ২০ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪। এছাড়াও গত ২৪ ঘন্টায় কেউ মারা যাননি। জেলায় মোট মারা গেছেন ৩৯ জন।

আজ বুধবার ১৭ জুন নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, লৌহজং উপজেলায় ১২ জন করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত ১২ ও ১৩ জুন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে ৬৮ জনের রিপোর্ট এসেছে। এতে ২০ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছে। প্রাপ্ত ফলাফলের মধ্যে লৌহজং উপজেলায় প্রায় ৩০ শতাংশ ও সদর উপজেলায় ২০ শতাংশ মানুষই করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ৭৮৭৯ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৭২৮৬ টি।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, বুধবার ২০৩ জনসহ জেলার মোট ৭ হাজার ৮৭৯ জনের নমুনা এ পাঠানো হয়। ইতোমধ্যে ৭ হাজার ২৮৬ জনের নমুনার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৭১৯ জন, টংগিবাড়ী উপজেলায় ১৩৩ জন, সিরাজদিখান উপজেলায় ২৫৮ জন, শ্রীনগর উপজেলায় ১৫৮ জন, লৌহজং উপজেলায় ২৩৫ জন এবং গজারিয়া উপজেলায় ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এরমধ্যে সদর উপজেলায় ২০ জন এবং টঙ্গিবাড়ী উপজেলায় ৮ জন , সিরাজদিখান উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় একজন ও লৌহজং উপজেলায় ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়।

এ দিকে সদর উপজেলায় ১৪ জন, শ্রীনগর উপজেলায় ৪ জন এবং সিরাজদিখান ও লৌহজং উপজেলায় একজন করে মোট ২০ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন