প্রকাশিত :শনিবার, ২৯ আগস্ট ২০২০ইং ।। ১৪ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ৯ই মুহররম, ১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : সংবাদদাতা, মুন্সীগঞ্জ : শনিবার দুপুর ১২টার সময় মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দন্ডবিধি ১৮৮ ধারায় ১৮ জনকে ১৩ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে ৩ জনকে ৮ হাজার টাকা করে মোট ১৯ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারী রাস্তা দখল করে দোকান বসানোর দায়ে বালিগাঁও বাজারের সঞ্চয়কে এক হাজার, আবু বক্করকে পাঁচশত, সোহাগকে পাঁচশত, মজিবরকে পাঁচশত, আলামিনকে পাঁচশত, রাম মজুমদারকে এক হাজার, সেন্টুকে এক হাজার, মন্টুকে এক হাজার, আজিজুলেকে পাঁচশত, নিরঞ্জন সরকারকে পাঁচশত, কৃষ্ণ বাড়ৈকে এক হাজার, সুজন দাসকে এক হাজার, মহিউদ্দিনকে এক হাজার, আবু কালাম ঢালীকে এক হাজার, লিটন বাড়ৈকে এক হাজার নাজিরকে এক হজার এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে রংবেলকে- দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ হাসিনা আক্তার। অপর দিকে টঙ্গীবাড়ির বড়লিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে দোকানে মূল্য তালিকা না থাকায় মুদি দোকানের মালিক নাদিমকে ৩ হাজার টাকা আর অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় হোটেল মালিক লিটনকে ৩ হাজার টাকা অর্থদন্ড দেন।
নিউজটি শেয়ার করুন .. ..