মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

0
12
মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রকাশিত: বুধবার, ২৬ মে ২০২১ইং।। ১২ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গতকাল সোমবার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলা সদরের কয়েকটি এলাকায় ৩টি টিম মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্টের নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোসেফা ইয়াসমিন, নিগার সুলতানা এবং শিহাবুল আরিফ। এসময় সরকার ঘোষিত নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সচেতন করা হয়। এসময় মাস্ক বিতরণ করা হয় ও বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতির বিষয়ে সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ এর নেতৃত্বে পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকায় কারেন্ট জাল বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে কারেন্ট জাল উৎপাদনের সাথে জড়িত থাকায় ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ইসমাইল দেওয়ান (২০) নামে এক ফ্যাক্টরি মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ১৮ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন