মুন্সীগঞ্জে বি আলম হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

0
7
মুন্সীগঞ্জে বি আলম হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: শনিবার,২১ নভেম্বর ২০২০ইং ।। ৬ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৫ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিবহন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক বি আলম হত্যা মামলার প্রধান আসামি রাসেল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন জানান, মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা দাউদকান্দি এলাকা থেকে রাসেলকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার পিবিআই রাসেল সরকারকে গজারিয়া থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার রাসেলকে আদালতে তোলা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাসেল উপজেলার ইমামপুর ইউনিয়নের আজিজুর রহমান সরকারের ছেলে। তিনি বি আলম হত্যা মামলার প্রধান আসামি।

তিনি আরো জানান, রাসেল সরকার হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ ১৪টি মামলার আসামি। হত্যা ঘটনার প্রায় ছয় মাস পর গ্রেফতার হয়েছেন রাসেল সরকার।

নিহত বি আলমের ছোট ভাই মামলার ইমন আহম্মেদ সবুজ জানান, ‘গত ৬ মাস আগে আমার ভাইকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী রাসেলরা। ঘটনার ৬ মাস পরে রাসেলসহ হত্যা মামলার সাত আসামি গ্রেফতার হয়েছে।’

তিনি আরো জানান, নিহত বি আলমের পরিবারের দাবি শীর্ষ সন্ত্রাসী রাসেলের আটক অবস্থা থেকে বিচার কার্য শেষে করার। সরকার যেন শীর্ষ সন্ত্রাসী রাসেলকে ফাঁসি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন।

মুন্সীগঞ্জ জেলা পিবিআই সুপার মোহাম্মদ আনোয়ারুল হক রাসেলের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন