প্রকাশিত : বুধবার,২৩ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ১৯ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : জেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় গতরাত সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জাল তৈরী কারখানায় থেকে ১০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং কারেন্ট জাল তৈরীর সুতার ৬ হাজার ৬ শতটি রিল জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায় , গতকাল মঙ্গলবার রাতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মুন্সগীঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় একটি জাল তৈরীর অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করা হয় ।এ সময় কারখানা থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬ হাজার ৬ শত টি কারেন্ট জাল তৈরীর রিল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।পরে এসব জব্দ জাল ও সূতা পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বলেন , নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দয়ালবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor