প্রকাশিত: সোমবার ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৫ শাওয়াল ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : বর্ণিল আয়োজনে মুন্সীগঞ্জে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ। সোমবার সকাল ৮ টায় এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসময় ডাক-ঢোলে বাজনা আর রঙিন আয়োজনে মুখরিত হয়ে উঠে শহরতলী। উচ্ছাসে মেতে উঠেন সকলে। পরে শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হলে উদ্বোধন করা হয় লোকজ মেলার। মেলা ঘুরে দেখেন অতিথিরা। মেলায় গ্রাম বাংলার নানা পন্যসামগ্রীর বসে পসরা। এছাড়াও শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বর্ষবরণের আনুষ্ঠানিকতা চলছে। অসাম্প্রদায়িক ও সমৃদ্ধি দেশ গড়ার প্রত্যয় জানান সকলে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com