মুন্সীগঞ্জে চলমান দেশব্যাপী লকডাউনের ৫ম দিন কঠোর অবস্থান

0
1
মুন্সীগঞ্জে চলমান দেশব্যাপী লকডাউনের ৫ম দিন কঠোর অবস্থান

প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ইং।। ২২শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা কোভিড-১৯ বিস্তার রোধকল্পে দেশব‍‍্যাপী চলমান লকডাউনের কঠোর অবস্থান।৫ম দিনেও জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত আছে। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান পাট খোলা রাখা, অহেতুক বাইরে ঘোরাঘুরি করা,জনসমাগম করা,মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে মুন্সীগঞ্জের সকল উপজেলা ও জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসারের সদস্যগণ জেলার সর্বত্র সরকারি নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করছেন।শুধু দিনেই নয় রাতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যগণ।বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিগণও লকডাউন বাস্তবায়নে সক্রিয়ভাবে মাঠে রয়েছেন।সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন