প্রকাশিত: রবিবার, ৭ মার্চ ২০২১ইং।। ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২২ রজব ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈকিত নের্তৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে লৌহজংয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। লৌহজং উপজেলা মিলনায়তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার, ওসি আলমগীর হোসাইন, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আক্তার প্রমূখ।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ কপি করে বক্তব্য দিয়ে ১ম হয় নাগের হাট নতুনকান্দি এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ছাত্র মোঃ সফিকুল ইসলাম জুনায়েদ। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ দিয়ে সবাইকে আবাক করে দেন জুনায়েদ। এছাড়া র্যালি ও বঙ্গবন্ধুর মুরালে ফুল দেয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’