মুন্সীগঞ্জে আরও নতুন করে করোনায় আক্রান্ত ৫০ জন, মোট জেলায় ৯৫৯ জন

0
20
হুহ করে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা; গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা শনাক্ত ৪ হাজার উপরে, মৃত্যু ৪৩

প্রকাশিত : শনিবার,৬জুন ২০২০ ইং ।। ২৩ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর :মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে শনিবার নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ৯৫৯ জনের করোনা শনাক্ত হলো। কারোনার ক্রমাগত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মুন্সীগঞ্জ রেড জোনের দিকে যাচ্ছে। সিভিল সার্জন জানিয়েছেন, সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ আমাদের আমাদের আপনজনদের মরণব্যাধি করোনা থেকে রক্ষা করতে পারে। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন করোনা জয় করেছেন এই নিয়ে জেলায় ২৮১ জন করোনা জয় করলেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শহরের ইদ্রকপুর ও চরকিশোরগঞ্জের দু’জনের শনিবার করোনা শনাক্ত হয়েছে। তাই মৃতের সংখ্যা আরও দু’জন বৃদ্ধি পেয়ে জেলায় করোনয়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন।
আজ শনিবার করোনা শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৭,
সিরাজদিখান উপজেলায় ৫,
টঙ্গীবাড়ি উপজেলায় ৩,
শ্রীনগর উপজেলায় ৭ এবং
লৌহজং উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে গজারিয়া উপজেলায় শনিবার নতুন কারও করোনা শনাক্ত হয়নি।
এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪৪৬, টঙ্গীবাড়িতে ৬৪, সিরাজদিখানে ১৪০, লৌহজংয়ে ১০৮, শ্রীনগরে ১০২ এবং গজারিয়া উপজেলায় ৯৯ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার প্রেরণ করা ৬৬টি নমুনাসহ ৫৪৯৯ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৫০৪৩ টি। শনিবার সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে ৭ জন মুন্সীগঞ্জ সদর উপজেলার এবং ৬ জন গজারিয়া উপজেলার। এপর্যন্ত করোনা জয় করা ২৮১ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় রয়েছেন-১২১, টঙ্গীবাড়ি উপজেলায় ২৬, সিরাজদিখান উপজেলায় ৫৫, লৌহজং উপজেলায় ১০, শ্রীনগর উপজেলায় ৪১ এবং গজারিয়া উপজেলায় ২৮ জন।
মারা যাওয়া ২৭ জনের মধ্যে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৭,

টঙ্গীবাড়ি ০৪,

সিরাজদিখান ০২,

লৌহজং ০৩ জন রয়েছেন।
নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন