মুন্সীগঞ্জে আবারো চিকিৎসকসহ! নতুন ২৭ জনের করোনা সনাক্ত; মোট২৭২

0
53
ইতালিতে আবারো বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত-মৃত্যু

প্রকাশিত :সোমবার,১১ মে ২০২০ ইং ।। ২৮ বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।। ১৭ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর :মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ জেলায় আজ সোমবার নতুন দু’জন চিকিৎসকসহ আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় জেলায় ২৭২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন । মারা গেছেন ১১ জন।

জেলায় নতুন শনাক্ত ২৭ জনের ২০ জনই মুন্সীগঞ্জ সদরের । এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা ১শ’ ছাড়িয়ে গেলো। মুন্সীগঞ্জ সদর উপজেলায় এখন শনাক্ত সংখ্যা ১১৭। সদরের নতুন ২০ জনের মধ্যে দু’জন ডা. মো. সালাউদ্দিন (৩৮) এবং ডা. মো.তাজুল ইসলাম (৫০) রয়েছেন।

এছাড়া মুন্সীগঞ্জ প্রধান ডাকঘরের ৪ স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে হিসাব রক্ষক আলী আজগর (৪৩),অপারেটর মোহাম্মদ হোসেন (৪৫) খোরশেদ আলম (২৯)ও  আউটসোসিং ফজলে রাব্বি (২৩)।

লৌহজং উপজেলায় ৬ জনের নতুন করোনা করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জনই নার্স। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিসংখ্যান কর্মকর্তা পুরুষ (৫২) এবং ১৩ বছরে   অপর এক কিশোর রয়েছে।

এবং  শ্রীনগর উপজেলায় এক জন পুরুষের (৪০) করোনা শনাক্ত পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান,গত ৭,৮ ও ৯ মে পাঠানো নমুনার মধ্যে ২০২ জনের রিপোর্ট এসেছে। তারমধ্য থেকে ২৭ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন