প্রকাশিত: শুক্রবার,৩মার্চ ২০১৯।
বিক্রমপুর খবর: স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার পাঁচটিতেই নৌকার মনোনয়ন পেলেন পুরনো প্রার্থীরা। সদর, টঙ্গিবাড়ী, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় বর্তমান চেয়ারম্যানরা এবার ও মনোনয়ন পেয়েছেন শ্রীনগর উপজেলায় এসেছে নতুন মুখ। এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান রয়েছেন বিএনপির মো. মমিন আলী। গজারিয়া উপজেলায় গতবারের মনোনীত প্রার্থীকে এবারও মনোনয়ন দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচনে এবার নৌকা প্রতীক পেয়েছেন, মুন্সীগঞ্জ সদরের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছউজ্জামান আনিছ; টঙ্গিবাড়ীতে বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ; লৌহজংয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার; সিরাজদিখানে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ; গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং শ্রীনগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।