মুন্সীগঞ্জের ৬ উপজেলার ৫টিতে আওয়ামী লীগের পুরনো প্রার্থী

0
100

প্রকাশিত: শুক্রবার,৩মার্চ ২০১৯। 

বিক্রমপুর খবর: স্টাফ রিপোর্টার:  দীর্ঘ প্রতীক্ষার পর মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার পাঁচটিতেই নৌকার মনোনয়ন পেলেন পুরনো প্রার্থীরা। সদর, টঙ্গিবাড়ী, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় বর্তমান চেয়ারম্যানরা এবার ও মনোনয়ন পেয়েছেন শ্রীনগর উপজেলায় এসেছে নতুন মুখ। এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান রয়েছেন বিএনপির মো. মমিন আলী। গজারিয়া উপজেলায় গতবারের মনোনীত প্রার্থীকে এবারও মনোনয়ন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচনে এবার নৌকা প্রতীক পেয়েছেন, মুন্সীগঞ্জ সদরের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছউজ্জামান আনিছ; টঙ্গিবাড়ীতে বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ; লৌহজংয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার; সিরাজদিখানে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ; গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং শ্রীনগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন