প্রকাশিত: সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ইং।। ১৩ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।। ১২ই জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : ব্যাপক প্রশংসিত হলেন মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী নাট্যদল থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের নাটক এবং কলাকুশলিবৃন্দ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হয়েছে নাটক ‘পঞ্চভূতের রঙ তামাশা’। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে দেশ-বিদেশে একাধিকবার পরিবেশিত হওয়া দর্শকনন্দিত এই প্রযোজনাটি দুর্নীতি শব্দটি যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তখন সাংস্কৃতিক অর্থে “সমূলে বিনষ্ট হওয়াকে” নির্দেশ করেছেন নির্দেশক। বিশিষ্ট নাট্যজন শিশির রহমানের রচনা এবং নির্দেশনায় এই নাটকে বিভিন্ন কলা-কুশলীগণ হাস্যরসের মাধ্যমে দুর্নীতির বিভিন্ন দিক চমৎকারভাবে তুলে ধরেছেন। তথ্য নির্ভর নাটকটিতে অভিনয় করেছেন শিশির রহমান, সাব্বির হোসাইন জাকির, আল মামুন, আশরাফ আলী, জিল্লুর রহমান ঈমন, মাসফিক শিহাব, হৃত্বিক দাস, সীমান্ত দাস, সালাহউদ্দীন বাবুল, শরীফ মাহমুদ, ম্যাথিন দাস, সুদীপ দাস, সৃজন রহমান, শ্রুতি, আর্ক, ইমন, একরামুল প্রমুখ। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন মোজাম্মেল হোসেন সজল, হিরু খান, ডালিম রহমান, আশিক চৌধুরী, শিপ্রা দাস, সাইফুল ইসলাম সাইফ, সুচিত্রা দাস, লোকনাথ দাস, তুষার খান, জিনাত জাওহারা, ইকবাল মাহমুদ, দেবাশীষ হৃদয়, অনিক শেখ, কামরুল প্রমুখ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’