মুন্সিগঞ্জ কোর্ট হাজতে বই পড়তে পারবেন আসামিরা

0
0
মুন্সিগঞ্জ কোর্ট হাজতে বই পড়তে পারবেন আসামিরা

প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(শীতকাল)।। ৭ রজব, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে কোর্ট হাজতে বই পড়ার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাজতখানা লাইব্রেরি উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। পাঠাগারে ধর্মীয়গ্রন্থ, বিভিন্ন সাহিত্য, কবিতা, গল্পসহ বিভিন্ন ধরনের শতাধিক বই স্থান পেয়েছে।

 

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, দুরদানা রহমান, শহিদুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন জানান, হাজতে আসামিদের অনেক সময় অপেক্ষা করতে হয়। এসময় তারা যে বইয়ের সঙ্গে থেকে জ্ঞান আহরণ করতে পারেন সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর- আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন- বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন