মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ ডিবি পুলিশ সদস্য

0
1
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩ ডিবি পুলিশ সদস্য

প্রকাশিত : মঙ্গলবার ১৮মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ৪ঠা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১৭ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) রাতে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে মাদকবিরোধী অভিযানে গেলে হামলার এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফউদ্দিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাত ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় সেখানে অবস্থান করছিল উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি চক্র। উপস্থিতি টের পেয়েই ওই মাদক ব্যবসায়ী চক্রের লোকজন গোয়েন্দা পুলিশের সদস্যদের ওপর হামলা করে। এসময় ডিবির ৩ সদস্যকে মারধর করে পালিয়ে যায়।  

তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় লৌহজং থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ‘মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিতে ওই হামলা করে। আহতদের মধ্যে একজন রাজারবাগ পুলিশ লাইন্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন