মুন্সিগঞ্জে প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে উপদেষ্টা ড. আসিফ নজরুল

0
0
মুন্সিগঞ্জে প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে উপদেষ্টা ড. আসিফ নজরুল

প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল )।। ২৩ বরিউল আউয়াল ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যেসব প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না।তাই শুক্রবার ঠিক করেছি, সারা দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলা ঘুরে দেখব।যেমন- মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লা রয়েছে। নারায়ণগঞ্জেও রয়েছে এ ধরনের দুটি কেল্লা।

আসিফ নজরুল আরও বলেন, ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের দুইটি ও লালবাগ কেল্লাসহ এরকম নিদর্শনগুলো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে। এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করব, সেটি করা যাবে না। এ ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে।

পরে আইন উপদেষ্টা মুন্সীগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘী, বাবা আদম শাহী মসজিদ, মিরকাদিম সেতু, জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান।

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন