প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল) ।। ১৭ মহরম,১৪৪৪ হিজরি ।।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২নং রোডের বাড়িতে নৃশংসভাবে স্বপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে, হত্যা করা হয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে।
জাতির জনকের ৪৭তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় ডিসি পার্কের বিপরীতে সদ্য নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।
এ সময় জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সকল সরকারি দপ্তরসমুহ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালি আলোচনা সভার আয়েজন করা হয়। সভার শুরুতেই ১৫ আগস্টে শাহাদাতবরনকারীদের আত্নার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাতির জনকের কর্মময় জীবন তুলে ধরে আলোচনা করেন বক্তারা।
এদিকে মুন্সীগঞ্জ পিটিআইতে জাতীয় শোক দিবস পালন ও দেয়ালিকা রক্তরাঙা ভোর উদ্ভোধন করা হয়েছে ।
আজ ১৫ ই আগষ্ট সোমবার সকাল সারে পাঁচটায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
এরপর পিটিআই সুপারিন্টেন্ডেন্ট দিল আফরোজ খানমের নের্তৃত্বে র্যালিসহ গিয়ে বঙ্গবন্ধুর মুড়ালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পিটিআই এর হলরুমে সকাল ১১.০০ টায় শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। অত্র পিটিআই এর সুপারিনটেনডেন্ট দিল আফরোজ খানমের সভাপতিত্বে সহকারী সুপারিন্টেন্ডেন্ট আয়েশা আক্তার ও সিনিয়র ইন্সট্রাক্টর মমতাজ শাহানা সিরাজীর সার্বিক তত্বাবধানে এবং প্রশিক্ষনার্থী মোঃ খাইরুল ইসলাম সুমন ও নিলুফা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী ও সাহিত্য পরিষদের সম্পাদক মোঃ জিয়াউর রহমান, এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মোঃ বিল্লাল হোসেন সাদ্দাম হোসেন, তারিন, বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মোঃ জিয়াউর রহমান, বিকাশ কুমার, বিল্লাল হোসেন, দেশাত্মবোধক ও ইসলামি সংগীত পরিবেশন করেন মোঃ তাজুল ইসলাম, সোনিয়া আক্তার, রিজভী তিন্নি, ইসলাম, রাবেয়া আক্তার, আয়েশা আক্তার প্রমূখ।
বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র ইন্সট্রাক্টর এ কে এম খলিলুর রহমান।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে জাতীয় শোক দিবস নিয়ে দেয়ালিকা রক্তরাঙা ভোর উদ্ভাবন করেন পিটিআই সুপারিন্টেন্ডেন্ট ও আজকের অনুষ্ঠানের সভাপতি দিল আফরোজ খানম। এ সময় উক্ত পিটিআই এর সকল ইন্সট্রাক্টরগণ এবং ডিপিএড ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’