প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২০ ইং ।। ৮ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে সোমবার করোনায় ১জন মারা গেছেন। নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৩২ জনের করোনা শনাক্ত হলো। সোমবার নতুন আরও ৯ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮।
মৃত ব্যাক্তি সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৪৪ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, সোমবার নতুন শনাক্ত ৮ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, সিরাজদিখান উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২১ তারিখের ৫৪টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৮ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ৮৭৯৯ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৮২৬৮ টি।
নিউজটি শেয়ার করুন .. ..