প্রকাশিত : বুধবার,২৪ জুন ২০২০ ইং ।। ১০ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মোঃ রুবেল ইসলাম তাহমিদ মাওয়া মুন্সীগঞ্জ থেকে :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৪৩৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব ১০ ।মুন্সিগঞ্জর সিরাজদিখান থেকে ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।সোমবার (২২ জুন) দিবাগত রাতে ২টার দিকে সিপিসি-৩, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন ব্রজেরহাটি স-মিল সংলগ্ন থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৪৩৯ বোতল ফেন্সিডিল, জব্দ করা হয়।আটকৃতরা হল, জাহাঙ্গীর আলম ওরফে আল আমিন(৩৫), পিতা-সেকান্দার হোসেন, সাং-রঘুনাথপুর (ফরাজী বাড়ী), থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর ও মোঃ মিলন(২৮), পিতা-শওকত আলী, সাং-বেতালপাড়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।র্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ব্যাক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্য ঢাকা ও মুন্সিগঞ্জ সহ এর আশেপাশের থানা এলাকায় মাদক বেচাকেনা করে।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন ..