প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারি ২০২৪ ইং।। ২৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ (শীত কাল)।। ২৬ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া সাবেক বিজিবিপ্রধান লে. জে. আবুল হোসেনের বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিজয়ী এমপি এসএম শাহজাদা।
এ সময় এমপি শাহজাদার সঙ্গে তার সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে পরাজিত প্রার্থী সাবেক বিজিবিপ্রধান লে. জেনারেল আবুল হোসেন ও এমপি শাহজাদা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। দুজনে মিলেমিশে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।
এর আগে রোববারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এসএম শাহজাদা ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক বিজিবিপ্রধান লে. জেনারেল আবুল হোসেন পান ৪৮ হাজার ৫০৮ ভোট।
মোট ৩ লাখ ৫২ হাজার ২৬১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৫২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আসনটিতে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এসএম শাহজাদা সাবেক ছাত্রলীগ নেতা ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য।
এসএম শাহজাদা যুগান্তরকে বলেন, ভোটে অংশ নিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ করায় আমি সাবেক বিজিবিপ্রধান লে. জেনারেল আবুল হোসেনকে ধন্যবাদ জানিয়েছি। তিনি যেহেতু প্রকৌশলী তাই উন্নয়ন কাজে সহযোগিতা করতে চাইলে আমরা তার পরামর্শ নেব। তিনি ঢাকায় থাকেন, যদি মাঝে মাঝে এলাকায় আসেন তাহলে জনগণের প্রয়োজনে তাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।