প্রকাশিত:মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ইং।।২৩শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল)।। ২৩শাবান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালামের রামগোপালপুরের বাসায় ভয়াবহ বিস্ম্ফোরণ ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে মেয়রের স্ত্রী, ছেলে ও চার কাউন্সিলরসহ ১৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। ১২ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে মেয়রের স্ত্রী কানন বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে মেয়র অক্ষত আছেন। বিস্ম্ফোরণের কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বিস্ম্ফোরণে দগ্ধ চার কাউন্সিলর হলেন- আওলাদ হোসেন, দীন ইসলাম, রহিম বাদশা (প্যানেল মেয়র) ও সোহেল রানা। অগ্নিদগ্ধ অন্যরা হলেন- মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও তাজুল। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, একজন ছাড়া দগ্ধ সবাইকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে সেখানে ১২ জনকে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মেয়রের স্ত্রী কানন বেগম, ছেলে আল রাশেদ মানিক, কাউন্সিলর দীন ইসলাম ও আওলাদ হোসেন, পৌরসভার সচিব সিদ্দিকুর রহমান, পৌরসভার প্রকৌশলী পান্না হাওলাদার, নৈশপ্রহরী মনির হোসেন, পৌরসভার কর্মচারী শ্যামল চন্দ্র দাশ, মোশাররফ হোসেন, তাইজুল ইসলাম, মাইনুদ্দিন, রবিন ও হোসেন কালু।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়রের বাসভবনের তৃতীয় তলার একটি কক্ষে এ বিস্ম্ফোরণ হয়েছে। এতে ওই তলার একাধিক কক্ষের দরজা-জানালা তছনছ হয়ে গেছে। ঘটনার সময় সেখানে মেয়র সালাম ও চার কাউন্সিলর ছিলেন। তারা বৈঠক করছিলেন।
আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামান রিপন জানান, একটি কাজে মেয়রের বাসায় যাচ্ছিলেন তিনি। গেট দিয়ে প্রবেশের মুহূর্তে বাসায় বিকট শব্দে বিস্ম্ফোরণ শুনতে পান। এরপর অন্যদের সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। তবে বাসার গ্যাস সিলিন্ডার অক্ষত দেখতে পান তারা। ফলে বোমা বিস্ম্ফোরণের কারণ সম্পর্কে জানতে পারেননি তারা।
কামরুল ইসলাম জাহাঙ্গীর নামে এক ব্যক্তি জানান, বিকট শব্দে বিস্ম্ফোরণের খবর পেয়ে মেয়রের বাসায় যান। ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি দেখতে পান তিনি।
মেয়র আবদুস সালামের সমর্থকদের দাবি, নাশকতার উদ্দেশ্যে মেয়রের বাসায় বোমার বিস্ম্ফোরণ ঘটানো হয়েছে। তবে অন্য একটি পক্ষ দাবি করছে, মেয়রের বাসভবনে নির্বাচনের সময় সংরক্ষিত বোমা থেকে এ বিস্ম্ফোরণ ঘটে থাকতে পারে।
আহত প্যানেল মেয়র রহিম বাদশা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে তিনি বলেন, পৌরসভার একটি কাজের ব্যাপারে চার কাউন্সিলরসহ কয়েকজন মিলে মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ বিস্ম্ফোরণ হয়। কী থেকে বিস্ম্ফোরণ হয়েছে, তা বলতে পারি না।
মেয়র আবদুস সালামের ছেলে আল রাশেদ মানিক হাসপাতাল থেকে জানান, হঠাৎ তাদের বাসায় বিস্ম্ফোরণ ঘটে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার বাবা একজন সৎ মানুষ দাবি করে তিনি বলেন, বাবা বেশি শিক্ষিত নন। জনগণের ভালোবাসায় তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। বাবা মেয়র হয়েছেন, এটা অনেকেই সহ্য করতে পারেন না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। কী কারণে এই বিস্ম্ফোরণ, তা এখনও বলতে পারছি না। সিআইডিকে তলব করা হয়েছে। তারা আসার পর হয়তো কিছু বলা যাবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।