মা-বাবার পাশে আজিমপুর কবরস্থানে চিরশায়িত হলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

0
2
মা-বাবার পাশে আজিমপুর কবরস্থানে চিরশায়িত হলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

প্রকাশিত : শুক্রবার ১৪ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১৪ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : তিন দফা জানাজা শেষে আজ শুক্রবার রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে। বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। তবে জানাজা কিংবা ‘শেষ শ্রদ্ধা’ জানানোর জন্য তাকে নেওয়া হয়নি ৪০ বছরের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। ৬ মার্চ ঢাকার রমনায় ইফতার কেনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাঁকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।

আজ বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে তাঁর শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, “অধ্যাপক আরেফিন সিদ্দিক অত্যন্ত বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাঁকে যথাযথ সম্মান জানাচ্ছি।”

জুমার নামাজের পর ধানমন্ডির ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা এবং কিছুক্ষণ পর ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

অধ্যাপক আরেফিন সিদ্দিক ১৯৫৩ সালের ২৬ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে ১৯৮০ সালে ওই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ভারতের মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে পিএইচডি অর্জন করেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাসস ও জাতীয় জাদুঘরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা শহীদ মিনারে নেওয়া হয়নি, যা নিয়ে অনেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান, এটি পরিবার কর্তৃক নেওয়া সিদ্ধান্ত, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন